Movie: Alita Battle Angel

জনরা: সায়েন্সফিকশন, Action,  কিছুটা রোমান্টিক


তো শেষে আমাদের রণদেবিকে❤ নিয়ে মুভিটা দেখেই ফেললাম।মুভিটা দেখবো দেখবো করেও দেখা হচ্ছিলো না। বাট এটা কি ছিলো!!! OMG কি গ্রাফিক্স আর vfx এর কারসাজি রে বাবা। amazing!  এটার কাজ নাকি আমাদের ক্যামেরুন ভাই avater র পর থেকেই শুরু করেন আর বানাতে ৯-১০ বছর লাগলো 😫।আমরা সবাই জানি avater দিয়ে মুভির জগতে নতুন সূচনা শুরু হয় এবং এটার স্ক্রিপ্ট ক্যামেরুন ভাই ২০০০ র আগেই লিখেশেষ করেছিলেন। 

<


বলাই যায় Alita battle angel  দিয়ে animation আর লাইভ কাস্ট অভিনয়ের মেলবন্ধনের মধ্য দিয়ে আরেকটা সূচনা হলো। কি ট্রিকস মাইরি। এনিমেশন আর মানুষের স্কিনপ্লে অভিনয় একসাথে।  যদিও 170M বাজেটের থেকে 400+ M আয়টার চেয়ে আরো বেশি হতে পারতো, তাও পুরো টিমকে স্যালুট।


তো মুভিটার থিমটা হলো আমাদের প্রিয় রণদেবি😍 Alita কে একজন সায়েন্টিস পায় ট্রাশ থেকে যেটার সময়কাল ২৫০০ র পরে। এখানে একটা মহাযুদ্ধকে the fall হিসাবে বলে। Alota মঙ্গল গ্রহের কোনো unity  দলের সাথে যুদ্ধে জরিয়ে ছিলো আর সে মিশন পুরনের জন্য তার টিম পৃথিবীতে এসেছিলো জালেম সিটির কোনো আজানা মিশনে যেটা সে মনে করতে পারে না। মুভিতে অনেক কিছুই স্পস্ট না কাজেই ২য় পার্ট অবশ্যই আসবে।আর এটার জন্য আমার মতো অনেকের তর সইছে না।কি জানি আবার ৯-১০ বছর লাগেই নাকি। 😭😭😞


ধিক্কার জানাই তাদের, যারা নেগেটিভলি রিভিউ দিয়েছিলো। আপনি পুরো হা হয়ে থাকবেন গ্রাফিক্স মোশন আর মানুষের স্কিনপ্লের টুইস্ট দেখে🤤।আর স্টোরিটা মোটামুটি ভালোই। নির্দিধায় বসে পড়ুন দেখতে।


আর আছে আমাদের কিছু মাননীয় জাপানি মাঙ্গা, এনিমে ফ্যান ☺ যারা কথা কথায় বলবে মুভিটা নাকি মোটেও ভালো করেনি। খেয়ে দিছে🤗।আমি নিজেও কিছুটা এনিমে ফ্যান, বাট আপনারাই চিন্তা করুন, পূর্ব আর পশ্চিমের কালচার কখোনোই মিলবে না। তাই ডিরেক্টরদের সেভাবেই তৈরি করতে হবে মুভিটা যাতে আমেরিকার সবার কাছে গ্রহণযোগ্য হয়।এদিক দিয়ে আমরা মিডল কন্টিনেন্টাল হয়ে কিন্তু ভাগ্যবান😇।দুই কালচারেরই মজা নিতে পারি। আমার সাথে অনেকের মতের মিল না থাকতে পারে।


Personal Rating :9/10

Love Alita's big eyes so much 🤗( এরকম সাইবর্গ মেয়েকে পেতে আমি রাজি )



Download 720p (Gdrive)