গেছিলাম ছবি দেখতে ছবির কথায় পরে আসি আগে বলি কিছু পাবলিক এর কথা যারা (হাল্কা স্পয়লার) শেষে যখন নায়িকা মারা যায় তখন ও দেখছি হাত তালি দিতাছে যেখানে এই সিন এ পুরা হল স্তব্ধ ছিলো কিছু আজাইরা পাবলি সিনেমা সম্পর্কে কিছু বুঝে না হুদায় যায় মানুষের মুড নষ্ট করতে😪
এবার আসি মুভি সম্পর্কে একটা রিভিউ
মুভিটা ওভারঅল ভালোই ছিলো খারাপ না
কিন্তু মুভিটা আরেকটু ভালো হতে পারতো
১ম হাফ ছিলো একশন + রিভেঞ্জ টাইপ ২য় হাফ থেকে শুরু হয় মূল কাহিনি যা আপনাকে এক ধ্যনে দেখতে বাধ্য করবে যদি কিছু আজাইরা পাবলিক বিরক্ত না করে😁
শাকিব খান এর অভিনয় ছিল অসাধারণ বিশেষ করে ২য় হাফ এ আর ইধিকা পলের কথা আলাদা করে না বললেই নয় তার যেই একটিং স্কিল দেখিয়েছে মুভিতে আমি আজ পর্যন্ত কোনো বাংলা মুভিতে এমন অভিনয় করতে দেখিনি কোনো নায়িকা কে সে যে অভিনয় করছে দেখে মনেই হবে না
দেখার মতো মুভি
আমার পার্সোনাল রেটিং ৮/১০😊
0 Comments