'Kill Him' ২০২৩ সালে বাংলা সিনেমা জগতে উল্লেখযোগ্য একটি নাম। আপাতদৃষ্টিতে অনন্ত জলিল (Ananta Jalil) এর সিনেমা হিসেবে যতোটা ট্রলযোগ্য বলে বিবেচনা করা হয়েছে সিনেমাটিকে, ততোটা রসের খোড়াক সে দেয় নি তার সিনেমাটোগ্রাফি আর ভিন্নধর্মী কিছু প্লট আনাতে। 

এটি যে খুব একটা উচ্চমানের চলচ্চিত্র আমি তা বলব না, তবে অনন্ত জলিলের পূর্বের সিনেমা গুলোর সাথে তুলোনা করলে অনেক ক্ষেত্রেই উন্নতি লক্ষ্যণীয়। আমি বলব বাংলা সিনেমার জন্য এটা অবশ্যই ভালো একটা দিক।


তবে Shahrukh Khan এর Pathaan দেখার ঠিক পরপরই এই সিনেমাটা দেখে যতোটা লেইম লাগার কথা ছিল, ততোটা আমার মোটেও লাগে নাই। এ থেকেই বোঝা যায় বাংলা সিনেমায় পরিবর্তন আসছে। 


সবাইকে হলে গিয়ে বাংলা সিনেমা দেখার অনুরোধ থাকবে। দর্শক যেভাবে সারা দিবে, এই শিল্প সেভাবেই আগাবে।



Download Now