📌📢#সুড়ঙ্গ #রিভিউ 


👉প্রথমে রেটিং দিয়ে শুরু করি ৮.৮/১০ (ব্যক্তিগত )

(নো স্পয়লার) 


🫵যারা বলেছিলেন সুড়ঙ্গ অশ্লীল মুভি তাঁদের উদ্দেশ্য বলি সুড়ঙ্গ বাস্তব জীবনে যেইরকম ঘটনা ঘটে তার উদাহরনে নির্মিত মুভি। লোভ মানুষকে ধ্বংস করে আর বিশ্বাস করে বন্ধুকে কোনো দায়িত্ব দিলে তার আমানত কিভাবে নষ্ট করে তাঁরই বাস্তব উদাহরণ সুড়ঙ্গ। আপনি যদি এই মুভির কাহিনী দেখে অশ্লীল বলেন তাহলে আপনার সিনেমা দেখা উচিৎ না। ঐটা ছিনেমা হল ঐখানে নিশ্চই মিলাদ পড়তে যাবেন না তাই না?


⏩⏩অবশেষে আজকে দেখে নিলাম আফরান নিশো'র প্রথম সিনেমার "সুড়ঙ্গ"। যা নিয়ে প্রত্যাশা ছিলো বরাবরই একটু বেশিই এবং সেই প্রত্যাশা যদি কল্পনার চেয়ে ও বেশি রূপ ধারণ করে নেয় মনে, তাহলে তো কথাই নেই। আর অন্যদিকে নিজের ও সিনেমা হলে এবার প্রথম পদার্পণ। সবমিলিয়ে বলতে গেলে এক অন্যরকম অনুভূতি। 


▪️এবার আসি গল্পে৷ 

▪️প্রথমত "সুড়ঙ্গ" সিনেমা কেনো দেখবেন আপনি?


👉একটু লক্ষ্য করলেই দেখা যায় যে আমাদের বাংলা সিনেমাগুলো বেশ পিছিয়ে রয়েছে অন্য সিনেমা ইন্ডাস্ট্রি  থেকে। যার মূল কারণ গল্প আর বাজেট। একটা সিনেমা তখন ই সার্থক যখন ঐই সিনেমার গল্প আর বাজেট দু'টোই ঠিক থাকে। আর হ্যাঁ "সুড়ঙ্গ" সিনেমাতে সেটাই হয়েছে।  পরিচালক রায়হান রাফির একটা ড্রিম প্রজেক্ট ছিলো এই "সুড়ঙ্গ"। যদিও রায়হান রাফি বরাবরই একের পর এক ভালো ছবি উপহার দিয়ে যাচ্ছে। তবে এই সিনেমা'টা তার গত সিনেমাগুলো থেকে একদমই আলাদা এবং কি অন্য এক মাত্রার। "সুড়ঙ্গ" গল্পটা ছিলো বেশ পরিচ্ছন্ন। 


👉থ্রিল, সাসপেন্স,কমেডি আর সেই সাথে ক্রাইসিস। সবগুলো যেনো একদম নিখুঁত ভাবে সাজানো। তবে একটা ভালো গল্প পূর্নতা পায় তখনই যখন সেটার চিত্রনাট্য থাকে গোছানো। আর সুড়ঙ্গ ঠিক সেটাই হয়েছে। আসলেই এটাই হায়তো একটা সিনেমার মূল শক্তি, যখন দর্শকদের দ্বিধাদ্বন্দ্বে পালিয়ে অন্য মোড় নিতে শুরু করে। যতবার ই স্কিনে তাকিয়ে ভাবি এটা হবে আসলেই শেষ পর্যন্ত তার বিপরীত'টাই ঘটে যায়।


👉চিত্রনাট্যের গুরুত্বপূর্ণ অংশ ছিলো ক্লাইম্যাক্স। এখানেই সুড়ঙ্গ সিনেমার সার্থকতা। যা দেখে আমার মতো দর্শকরা বেশ ভালো ভাবেই তৃপ্তি পেয়েছে। আড়াই ঘন্টার একটা সিনেমার প্রায় দের ঘণ্টাই ব্যয় হয়েছে সিনেমার মূল অংশে পা দিতে। তবে প্রথম অংশে গল্প কিছুটা অন্যরকম মনে হলে ও দ্বিতীয় অংশটা একদম টান টান উত্তেজনার সাথে মিউজিক দিয়ে একদম পারফেক্ট মাত্রায় যেনো পৌঁছে নিয়ে গেছে।

সবকিছুর সংমিশ্রনে'ই মূলত এই গল্প। যার মধ্যে আপনি অনেক কিছুর ছোঁয়া দেখতে পাবেন এবং কি বেশ ভালো ভাবেই সেগুলো নিজের সাথে মিলিয়ে নিতে পারবেন৷ পরিচালক রায়হান রাফি হয়তো বিভিন্ন ইন্টারভিউ'তে এজন্যই এই কথাটা বার বার উল্লেখ করে গিয়েছে। 


▪️অভিনয়? 

অভিনয়ের কথা বলতে গেলে 'আফরান নিশোর' বড় পর্দায় অভিষেক। এবং ওনার অভিষেক সিনেমা'টা যে ওনি খুব ভালো ভাবে অভিনয় দিয়ে ছাড়িয়ে গেছেন সেটা অস্বীকার করার বিন্দু পরিমান কোনো সুযোগ নেই। "সুড়ঙ্গ" সিনেমায় মাসুদ চরিত্রে অভিনয় করেন নিশো। কিভাবে মাসুদ চরিত্রে একদম গল্পের সাথে নিখুঁত ভাবে মিশে যেতে হয় তা হয়তো আপনি সিনেমা না দেখলে বুঝতেই পারবেন না। গল্পের মাসুদ  কিভাবে দর্শকদের সাথে কানেক্ট হতে পেরেছেন তা সত্যিই অবাক করা। যেনো মনে হয়েছিলো মাসুদ চরিত্রটা একজন আফরান নিশোর জন্যই৷ বলতেই হয় নিশো'র ক্যারিয়ারের সেরা অভিনয় দিয়ে অভিষেক হলেন তার প্রথম সিনেমায়। খুব মারাত্মক ছিলো মাসুদ চরিত্রের লুক, এক্সপ্রেশন আর ডায়ালগ। যা গল্পকে আরো স্বতঃস্ফূর্ত করে তুলে। 

তারই সাথে সাথে অন্যদিকে মাসুদ চরিত্রের বিপরীতে ময়না চরিত্রে অভিনয় করেন তমা মির্জা। যিনি মাসুদের সাথে বেশ দারুণ ভাবেই নিজেকে গল্পের সাথে এগিয়ে নিয়ে যান। তবে মাঝখানে এসে দর্শকদের মন জয় করে নিয়েছেন শহীদুজ্জামান সেলিম।  যার একেকটা ডায়ালগ ছিলো দুর্দান্ত। যা দেখে দর্শকদের মাঝে হাত তালির উত্তেজনা। এছাড়া ও বাকি যারা ছিলেন সবাই বলতেই হয় বেশ পরীক্ষিত এই সিনেমার জন্য। সবাই সবার জায়গা থেকে সেরা বলতেই হয়।


▪️সিনেমাটোগ্রাফি? 

একটা সিনেমার অন্যতম মূল আকর্ষণীয় জায়গাটা হচ্ছে সিনেমাটোগ্রাফি। আর সেই জায়গা থেকে সুড়ঙ্গ সিনেমার সিনেমাটোগ্রাফি বেশ উন্নত। যা ছিলো আকর্ষণীয়। এই সিনেমার কালার গ্রেডিং অবশ্যই প্রশংসার দাবিদার। 🤗


▪️মিউজিক..? 

হ্যাঁ এটা বলতেই হয় সুড়ঙ্গ সিনেমার বি.জি.এম টা ছিলো বেশ দারুন। যা সিনেমার টান টান উত্তেজনাকর মুহুর্ত গুলোকে দর্শকদের মাঝে আকর্ষণীয় করে তোলে। আর অন্যদিকে সিনেমার আইটেম সং থেকে ও সিনেমার মূল গান গুলো অবশ্যই এগিয়ে থাকবে। তবে আইটেম সং টা আরো বেশ উন্নত মানের লিরিক্স হওয়া দরকার ছিলো।

তানজিব সারোয়ার এবং অবন্তীর কন্ঠে গাওয়া "গা ছুঁয়ে বল" গানটি ছিলো অসাধারণ। বার বার যেনো শুনতেই ইচ্ছে করবে।


⏩মুভি : ৮.৮/১০

⏩মিউজিক :৯/১০

⏩বিজিএম :৯/১০

⏩সিনেমাটোগ্রাফি :৮/১০

⏩কোরিওগ্রাফি:৮/১০

⏩লোকেশন:৯/১০

⏩ডায়ালগ: ১০/১০

⏩এক্টিং:১০/১০


পরিশেষে ধন্যবাদ জানাই 'সুড়ঙ্গ' সিনেমার পিছনের ক্যামরার মানুষদের🙏 যাদের পরিশ্রমে এতো সুন্দর একটি ছবি।


এই মুভি দেখার পর দুইটা জিনিস মনে রাখবেন

১. লোভ কখনো মানুষকে বড়ো করতে পারে না লোভ ধ্বংস ডেকে আনে।

২. বিয়ে করে বিদেশ যাওয়া যাবে না তাও আবার বৌকে বন্ধুর হাতে তুলে দিয়ে। তাহলে মাসুদ আর ভালো হতে পারবে না। 😊

সময় দিয়ে পড়ার জন্য ধন্যবাদ। সময় করে আপনিও দেখে নিতে পারেন এই অসাধারণ মুভিটি ❤️শেষের দৃশ্যটা ছিলো লাজবাব 😊



Download 1080P (TeraBox)

Download 720p (Terabox)