১০০ কোটি টাকার সিনেমা দেখে নিজেকে একটু বড়লোক বড়লোক মনে হচ্ছে, নিম্নে পজিটিভ দিক ও নেগেটিভ দিক দুটোই নিয়ে আলোচনা করা হবে।


Movie Din The Day

Budget: 1 billion BDT

Initial release: July 10, 2022

IMDB 3.8/10

PR 3/10


নিউ মুভি এখনো সিনেমা হলে চলতেছে তাই স্পয়লার ফ্রী রিভিউ,,, 


সিনেমা হলে বর্ষা কান্না করতেছে আর অডিয়েন্স হাসতেছে বিষয় টা অনেক উপভোগ করার মতো ছিলো  তার পাশা পাশি একটা জিনিস অবশ্যই খারাপ লাগবে যে মেইন দুইজন ক্যারেক্টর হিরো এবং হিরোইন অর্থাৎ অনন্ত জলিল ও বর্ষা। জলিলের অভিনয় আগের চেয়ে কিছুটা ভালো/উন্নতি হয়েছে কিন্তু এই বর্ষা মেয়েটা পুরো মুভি টি 'কে কমেডি বানিয়ে রেখে দিয়েছে।


পুরো মুভি জুড়ে বর্ষা এর কাজ ছিলো কিছুক্ষণ পর পর কান্না করা আর একই এক্সপ্রেসন বার বার দেওয়া। 


আবু খালিদ বিজনেস ম্যান ভিলেইন চরিত্রে যে অভিনয় করেছে তার অভিনয় টা শুধু মোটামুটি ভালো লেগেছে।


পুরো মুভি জুড়ে বর্ষা'র শুধু আর একটা সিন ছিলো জলিল কে রক্ষা করা।


যদি ডিরেকশন এর কথা বলি মুভিটি ডিরেকশন দিয়েছেন মোরতাজা আতাশ জামজাম উনার ডিরেকশন বর্তমান বাংলা চলচ্চিত্র অনুযায়ী মোটামুটি ভালোই ছিলো।


এই মুভিতে সবচেয়ে বড় পজিটিভ দিক হলো সিনেমাটোগ্রাফি, লোকেশন, ভিউ, সাউন্ড 


একটা ঠোকা মারার ও সাউন্ড অব্দি এই মুভিতে এড করা হয়েছে তবে হ্যাঁ কিছু কিছু জায়গায় যেমন উদাহরণ স্বরুপ যদি বলি তাহলে ব্লাস্ট দেখানো হচ্ছে তখন ব্লাস্ট এর সাউন্ড এমন কিছু কিছু জায়গায় সাউন্ড এত্ত এত্ত লাউড ছিলো যা সম্পূর্ণ সহ্যের বাহিরে।


এই মুভির সবচেয়ে বড় নেগেটিভ দিক হলো স্টোরি এত্ত বড় বাজেটের মুভি এত্ত বাঝে স্টোরি এত্ত বাঝে ভি এফ এক্স কেউ আশা করে নি।


তবে এই মুভি 'তে সিনোমাটোগ্রাফি এক একটা লোকেশন ভিউ অসম্ভ ভালো ছিলো।


এত্ত বেশী দেশে শ্যুট না করে মিডিয়াম সুন্দর এর উপর ডিফেন্ট করে বাংলাদেশ আর অন্য একটি দেশ যোগ করে দুই দেশে শ্যুট করলে বাজেট টা কমে আসতো আমি আদৌ বিশ্বাস করি না যে এই মুভিতে ১০০ কোটি টাকা খরচ হয়েছে যদিও বা এত্ত গুলো লোকেশনে শ্যুট নেওয়াতে বাজেট টা বেড়ে গেছে তাই বলে ১০০ কোটি?


যাই হউক উনি তো আর সিনেমা করে সংসার চালায় না তাই উনার যেহেতু বাজেট নিয়ে কোনো সমস্যা ছিলো না উনার উচিৎ ছিলো অন্তত একটা পোস্ট করে কিছু স্টোরি কালেক্ট করা অইখান থেকে একটা স্টোরি সিলেক্ট করা সাউথের কোনো ডিরেক্টর থেকে পরমার্শ নেওয়া বাইরের কোনো নায়িকাকে এড করে বর্ষা'কে  যদি রাখতেই হয় বাধ্যতামূলক তাইলে সাইড রোলে রাখা।


এডিটিং এর ক্ষেত্রে আরও নজরদারি হওয়া ভি এফ এক্স এর ক্ষেত্রে ও নজর দেওয়ার ধরকার তো ছিলোই বটে। 


তাইলে এই মুভি একটি আন্তর্জাতিক মানের মুভি হতো এত্ত কিছু করলেও আমার মনে হয় না ১০০ কোটি টাকা যেতো। 


আর-ও একটি কথা মুভিটির রান টাইম প্রায়'ই তিন ঘন্টা এই মুভিতে বাংলাদেশ পুলিশের পজিটিভ দিক তুলে ধরার চেষ্টা করেছে। পুলিশ সম্পর্কে বাংলাদেশ মানুষের বাস্তব ধারণা খুব ভালো ভাবে আছে তাই অইটি আর মুভি দেখে নিতে হবে না।


কিন্তু এত বাঝে স্কিপ্ট এই এত লম্বা রান টাইম সত্যিই  ধৈর্যের বাইরে ছিল। অতিরিক্ত বেশী অপ্রয়োজনীয় ডায়লগ তো ছিলো বটেই।






Download 720p









Download 480p