U - Trune (2016) U-Trun (2019) Flyover (2021)
⭕ হালকা স্পইলার ⭕
কাল এই তিনটা মুভিই দেখলাম, তিনটা মুভিই নিজের জায়গায় ভালোই। ইউ-টার্ন মুভির গল্পটা ঠিক এমন, বিদিশা একজন সাংবাদিক, হঠাত তাকে কোনো এক খুনের জন্য পুলিশ গ্রেফতার করে, পুলিশের সাথে তদন্ত করতে গিয়ে জানতে পারে মেইন হাইওয়ে তে সবাই ব্লক সরিয়ে বেইআইনিভাবে ইউটার্ন নেয়, যার জন্য প্রচুর আক্সিডেন্ট হয়, এখন সে কিভাবে এটা আটকায়, কিভাবে নিজেকে নির্দোষ প্রমাণ করে সেটাই দেখার।
তিনটা মুভির গল্পই সেইম, প্রথম ইউটার্ন মুভি এসেছিল ২০১৬ সালে সেটা অবশ্যই বেস্ট, তবে অনেকেই দেখেনি, অফিসিয়াল হিন্দি ডাবিং হয়নি, টিভি বা ইউটিউবে দেয়নি তাই। তবে সামান্তার মুভিটা সেইম ডিরেক্টর ২০১৯ সালে গল্পে সামান্য চেঞ্জ করে ২০১৯ সালে রিমেক করে, এই মুভিটাই সবচেয়ে সেরা রিমেক, এর বিজিএম, সবার অসাধারন অভিনয়, থ্রিল, সামান্তার অভিনয় আর এক্সপ্রেশান সব মিলিয়ে বেস্ট, সবাই এটাই দেখেছেন, ব্লকবাস্টার ছিল মুভিটা।
সবশেষ অফিসিয়াল রিমেক হয় বাংলায় ২০২১ সালে যেখানে কোয়েল মল্লিক মূখ্য ভূমিকায় ছিলেন। ফ্লাইওভার অনেক সুন্দর সিনেমা, থ্রিলার এলিমেন্ট, বিজিএম ভালোই ছিল, কোয়েলের অভিনয় বরাবরি ভালো, তবে বেশি ত্রিল দেখাতে গিয়ে ভুতপ্রেত ঢুকিয়ে গল্পের বারোটা বাজিয়ে দিয়েছে, আর কোয়েল যতই অসাধারন বা লিজেন্ড অভিনেত্রি হোন, উনি সামান্তা বা আগের ইউটার্ন এর অভিনেত্রীর ক্রেজ, এক্টিং লেভেল ম্যাচ করতে পারেন নি, আর মাঝে বেশি ট্রিপিক্যাল ফ্যামিলি এলিমেন্ট ভালো লাগেনি। তবে মুভিটা অসাধারন নাহলেও অরিজিনাল এর কাছে ফিকে হলেও ভালো ছিল, অন্তত দুইতিনবার দেখার উপযোগী, বাংলায় এমন মুভি কম হয়, তারউপরে কোয়েল এর সিনেমা।
অনেকেই বলেন ফ্লাইওভার সামান্তার মুভিটার রিমেক, আসলে তানয়, ফ্লাইওভার অরিজিনাল ২০১৬ এর ইউটার্ন মুভির রিমেক, ফ্লাইওভার মুভির পোস্টারগুলো দেখলেই বুঝবেন।
যাইহোক সব মিলিয়ে আমার কাছে সামান্তার মুভিটাই বেস্ট লেগেছে আপনার কোনটা ভালো লেগেছে জানাবেন।
0 Comments