Kannur Squad (2023)
Director:- Roby Varghese Raj
Language:- Malayalam
Genere:- Investigative Crime thriller
Streaming Platform:- Disney Hotstar
মালায়ালাম ইন্ডাস্ট্রিতে এর আগে আরও অনেক ভাল ভাল investigative crime thriller film তৈরি হয়েছে।সেগুলোর সাথে তুলনায় গেলে Kannur Squad কিন্তু খুব একটা ভাল লাগবে না।আড়াই ঘন্টারও বেশি লম্বা রান টাইম,,জোরদার থ্রিল বা টুইস্টের অভাব,,একমুখী চিত্রনাট্য সব মিলিয়ে মিশিয়ে গতানুগতিক থ্রিলার প্রেমীদের খুব ভাল নাও লাগতে পারে ফিল্মটি।কিন্তু একটি জায়গায় ফিল্মটি অন্য একই ধারার ফিল্মের থেকে আলাদা!আর তা হল investigative পুলিশ টিমের বাস্তবতা তুলে ধরার ক্ষেত্রে সৎ থাকা!একজন অপরাধীকে ধরতে তদন্তকারী পুলিশ দলকে কি ধরনের বাস্তব সমস্যা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে যেতে হয় তার সুন্দর চিত্রায়ণ দেখতে পাওয়া যাবে এই ফিল্মে।
এই ছবির গল্প খুবই সাধারণ।কাসারগোড অঞ্চলের একজন প্রভাবশালী ব্যাবসায়ী নিজ বাসভবনে নৃশংসভাবে খুন হন এক ডাকাতদলের হাতে।রাজ্যজুড়ে এই নিয়ে তোলপাড় শুরু হলে পুলিশ সুপার তদন্তের ভার তুলে দেন ASI জর্জ মার্টিনের নেতৃত্বাধীন "কান্নুর স্কোয়াড" নামে খ্যাত চার সদস্যের পুলিশ দলের হাতে ও সময়সীমা ধার্য্য করেন মাত্র ১০ দিনের!ওই ১০ দিনের মধ্যে কি "কান্নুর স্কোয়াড" পারবে অপরাধীদের ধরতে?
যেকথা আগেই বলছিলাম,,সেটা হল মালায়ালাম ইন্ডাস্ট্রির তাবড় তাবড় থ্রিলার ছবির সাথে তুলনায় গেলে এই ফিল্ম খুবই সাধারণ লাগবে।সম্পাদনা আরও ভাল হতে পারত।আড়াই ঘন্টারও বেশি রানটাইম আরও কমানো যেত যদি introductory sequence চল্লিশ মিনিটের না হত!এটা একটা বড় drawback..এছাড়া খুব বেশি থ্রিল বা টুইস্ট আশা করলে হতাশ হবেন।তবে ছবিকে টেনে নিয়ে গেছেন সত্তরোর্ধ মেগাস্টার মাম্মুট্টি।বয়সোচিত কারনে প্রায় দাঁড়িয়ে দাঁড়িয়ে অ্যাকশন করলেও বাকিটা তিনি পুষিয়ে দিয়েছেন অভিনয় দিয়ে।পর্দার জর্জ মার্টিন রূপে ক্ষুধা তৃষ্ণা অগ্রাহ্য করে,শারীরিক মানসিক কোনরকম বিশ্রাম না নিয়ে তেল খাওয়া মেশিনের মত যেভাবে dedicated way তে স্কোয়াডের নেতা হিসাবে নিরলসভাবে তদন্ত চালিয়ে গেছেন মাম্মুট্টি,,তা দেখতে সত্যিই ভাল লাগে।এরকম চরিত্রে cbi সিরিজে এর আগেও হয়ত বহুবার অভিনয় করেছেন তিনি,,কিন্তু এই ফিল্ম একটু হলেও আলাদা!ওনার সহযোগীদের মধ্যে জয়নের চরিত্রে রনি ডেভিড রাজ বেশ ভাল কাজ করেছেন।এছাড়া Azees Nedumangad ও Shabareesh Varma যথাযথ ছিলেন।নেগেটিভ চরিত্রে অর্জুন রাধাকৃষ্ণন সুন্দর কাজ করেছেন।ফিল্মের BGM score ও ক্যামেরার কাজ প্রশংসার দাবি রাখে।
পুলিশ প্রশাসনের কাছে আমাদের সব সময়ের দাবি থাকে অতি দ্রুততার সাথে অপরাধীকে পাকড়াও করা।কিন্তু সেটা করতে গিয়ে dedicated police team কেও যে কিরকম প্রতিকূল পরিস্থিতির সম্মুখীন হতে হয়,,কিভাবে ওপরমহলের বৈরী মনোভাবের মুখোমুখি হতে হয়,,সেই আসল চিত্রই তুলে ধরেছেন পরিচালক সত্যঘটনা অবলম্বনে তৈরি এই ফিল্মের মাধ্যমে।
তবে খুব ভাল লাগল যখন ডিরেক্টর এই কান্নুর স্কোয়াডের নীরব পঞ্চম সদস্যের ব্যাথা যন্ত্রণাও তুলে ধরলেন ছবির এক ফ্রেমে!অনেক ঝড়ঝাপটা সামলে নিরন্তর সাথে চলা সাদা টাটা সুমোটির কথা বলছি!যার আর বাড়ি ফেরা হল না শেষমেশ!
0 Comments