📼Genre: #Action | #Gangster | #Thriller
〽️ Audio: HINDI CLEANED + TAMIL ORG AAC 5.0 ESUBS
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
অনেকেই লিও কেমন লাগছে জানতে চাইছে, চারদিকে লিওর নেগেটিভ/মিক্সড রিভিউ দেখে।
লিও কেমন লাগছে এটা বলতে গেলে অনেক কিছুই বলতে হবে। যদি বলি জঘন্য লাগছে এটার কারণ ও যুক্তিযুক্ত হওয়া লাগবে আবার দুর্দান্ত বললেও কারণ বলা লাগবে।
খারাপ বলার কারণ গুলা নিয়ে আগে বলি :-
👉প্রথমত- থালাপতি ভিজয় রে ভালো লাগে না আমার একজন অভিনেতা হিসেবে। তবে স্টার হিসেবে অনন্য। তো নেগেটিভ পজেটিভ যাই বলি না ক্যান ভিজয় কে সেভ করতেছি ভাবার সুযোগ নাই।
Leo একটি ইউনিভার্স এর সিনেমা। এই ইউনিভার্স শুরু হইছে কাইথি থেকে। লিও দেখছি ই আসলে ইউনিভার্সের সাথে কানেকশন এর জন্যে।
অনেকে ভিক্রম কাইথির সাথে তুলনা করে রিভিউ খারাপ দিচ্ছে,,এটা দিতেই পারে।কিন্তু ভিক্রম কাইথির যে কানেকশন টা দেখাইছে এরকম ভাবে লিও তে কেনো দেখাইলো না। এটাও অনেকের বাজে বলার কারণ।
এটা তো একটা ইউনিভার্সের অংশ। ভিক্রম এ দেখাইছে কাইথি এবং ভিক্রম একই টাইম লাইনের। এভাবে সাজাইয়া সিনেমা কে আগায় নিয়ে গেছে। এখন লিও তে কি আবার রিপিট চান। আচ্ছা না চাইলে কিভাবে চান? লিও উইড়া আইসা জুড়ে বসছে? তাইলে তো হবে জগাখিচুরি।
এছাড়া খারাপ বলার আরেকটা বড় কারণ হচ্ছে অনেকেই হাই এক্সপেকটেশন রেখেছিল যে ক্যামিও চরিত্র থাকবে একাধিক। এগুলা আসলে সোশ্যাল মিডিয়ার বানানো রিউমার ছিল। ক্যামিও যে রাখে নাই সেটাও না,,ক্যামিও আছে ভিন্ন ভাবে। এই ক্যামিও সারপ্রাইজ না থাকার জন্যেও অনেকেই আশাহত।
Leo দিয়ে শুধু একটা ক্যারেকটার বিল্ড আপ করা হইছে বেশ সময় নিয়ে৷ বলতে পারেন উপকরণ রেডি করতেছে লোকেশ তার ইউনিভার্সের। আচ্ছা এই ইউনিভার্স এখন কোন মোমেন্ট এ আছে বলতে পারবেন? কাহিনি টা কি এই ইউনিভার্সের? ড্রাগস মুক্ত সমাজ গড়ে তোলা। আর এই জন্যে রুখতে হবে কাকে? তো এটা এত সহজেই শুরু হয়ে যাবে? লিও যে এজেন্ট টিম দের হয়েই থাকবে এটা লিও যখন এনাউন্সমেন্ট হয় তখনি বলছিলাম। তো এই ক্যারেকটার এর বিল্ড আপ তো করতেই হবে। এটা বলা যায় যে সময়টা বেশি নিছে লোকেশ বিল্ড আপ করতে।
আর লিও তে যে এন্ডিং টা দিছে এখানে অনেকেই ভোদাই এর মতো বলতেছে জোর করে LCU তে ঢুকাইছে। এন্ডিং এর ডাইলগ একটু ভিন্ন ভাবে চিন্তা করলেই বুঝা যায় অনেক কিছু। এন্ডিং দেখে আমি যেটা বুঝছি রান্নার উপকরণ রেডি হয়ে গেছে,, এখন সামনে এই ইউনিভার্সের যে সিনেমা গুলা আসবে সেগুলো তে খেলা শুরু হবে সরাসরি। যেমন:- কাইথি ২ এই সিনেমা শুধু ক্যামিও সম্ভব ই না। ডিল্লি রোলেক্স তো এমনিতেই অফিশিয়ালি কনফার্ম,,এজেন্ট টিম দের ও ক্যামিও থাকবেই।
Leo বিল্ড আপ হিসেবে ভালো মুভি ই হইছে। Leo ক্যারেক্টার টা ১০০/১০০ ই হইছে, এরকম শার্প ব্যাড এস ক্যারেক্টার এজেন্ট টিমে দরকার ছিল💥
এটা সত্য ভিক্রম কাইথি মাস্টারপিস লেভেলের,,লিও সেখানে অনেক অনেক পিছিয়ে। আবার ইউনিভার্স হিসেবে ভেবে দেখলে ঠিক ই আছে।
Overall:- One Time Watchable.
ইউনিভার্স এখন যেভাবে আছে:-
👉LCU এর প্রানকেন্দ্র হচ্ছে Kaithi💥
👉LCU এর মেইন হিরো Kamal Hasan❤️
👉LCU এর মেইন ভিলেন .............😍🔥💥💣
Download 720p
0 Comments