স্কান্দা, যে মুভির মারামারি-ই শেষ হয়না।
🍂 মুভি:- Skanda
🍂 IMD'b:- ৫.৩/১০
🍂 পার্সোনাল রেটিং:- ৪/১০
🍂 রান টাইম:- ২ ঘন্টা ৪০ মিনিট।
🎬 মুভিটি বিভিন্ন দেশীয় ওয়েব সাইটে পেয়ে যাবেন এবং তেলুগু ও হিন্দি ভাষায় পাওয়া যাচ্ছে।
রাম, শ্রীলিলা, সাই মাঞ্জেকার ও উড়ো ধুরো অ্যাকশন কিং বোয়াপতি শ্রীনুর মুভি স্কান্দা, যেটা বক্সঅফিসে ফ্লপ ছিলো। তো কেমন ছিলো মুভিটি?
সত্যি বলতে আপনি স্কান্দা কে জন উইকের ড্যাড বলতে পারেন। কারন ৪৫০ মানুষ মারতে জনের ৪টা মুভি লেগেছিলো কিন্তু এখানে রাম এক মুভিতেই ৫০০ মানুষ মেরেছে 🫡
তো মুভির গল্প শুরু হয় চিফ মিনিস্টারের মেয়ের বিয়ে থেকে। সিএমের মেয়ের বিয়েতে দেশের পাওয়ারফুল ব্যাক্তিরা এসেছে। কিন্তু বিয়ের ঠিক আগ মুহুর্তে মেয়ে আরেকজনের সাথে পালিয়ে যায়। এখন সিএম নিজের মেয়ে কে ফিরিয়ে আনতে কি কি করতে চলেছে সেটাই এই মুভিতে দেখানো হয়েছে।
মুভির শুরু থেকে শেষ অবধি শুধু মারামারি। লাউড বিজিএম ও কোপা*কুপি-র সাউন্ডে একসময় কান ঝালাপালা হয়ে যাবে এমন অবস্থা। বোয়াপতি দাদুর মুভিতে লজিক খোজা পাপা, ওসব খুজতে যাবেন না। কিন্তু এখানে লজিকের সাথে মেকিং ও খারাপ। ডিরেকশন, গান, অভিনয়, গল্প সবই অ্যাভারেজ। তবে এতোটুকু তো বলতে পারি মুভির ২-১ অ্যাকশন সিকুয়েন্স বেশ ভালো লেগেছে। মানে তেলুগুর উড়ো ধুরো মারামারি দেখার অভ্যাস থাকলে এই মুভির ইন্টারভেল ও ক্লাইম্যাক্স ফাইট ভালো লাগবে।
0 Comments