🎥THE DARK KNIGHT মুভির পিছনের কিছু সত্য কাহিনী:
🚩Spoiler Alert
🔍Movie Review
⏩সর্বকালের সেরা সুপারহিরো ফিল্ম এবং মডার্ন ফিল্মের অন্যতম সেরা মুভি The Dark Knight কার না পছন্দের! এমনকি মার্ভেলের ফ্যানদেরও এই মুভি ভালো লাগতেই হবে! যারা মুভিটি দেখেনি তারা পোস্টটা এখনই এড়িয়ে যান,এবং মুভিটি আগে দেখ আসুন! পুরা ট্রিলজিটা দেখবেন! নাইলে আপনি মুভিজগতের অন্যতম সেরা সারপ্রাইজ মিস করবেন! আর জোকারকে তো মিস করবেনই! মুভিটি সম্পর্কে কোনো রিভিউ দিবোনা! মুভিটি সম্পর্কে কিছু অজানা তথ্য দিবো যা আসলে মুভির পিছনের কাহিনী!
⭐HEATH LEDGER'S TALENT:
হাসপাতাল উড়িয়ে দেওয়ার আগে জোকার হাসপাতাল থেকে বেরিয়ে আসে অই সিনটা মনে আছে? অইসময় জোকার রিমোটের বাটনে প্রথমে ক্লিক করার পরে বাটন কাজ করেনা এবং বোমও ফাটেনা! এই পার্টটা আসলে Technical Error ছিলো! মুভির স্ক্রিপ্ট অনুযায়ী প্রথম ক্লিকেই বোমটা ফাটার কথা! কিন্তু ফাংশনের ত্রুটির কারণে তা হয়নি! কিন্তু জোকার তারপর সেকেন্ড টাইম রিমোটে টিপ দেওয়ার আগে একটা অসাধারণ এক্টিং করে,যা কিন্তু স্ক্রিপ্টে ছিলোনা (পারসোনালি আমার কাছেও জোকারের এই পার্টটা জোস লাগসে)... সে সেইম শ্যুটেই অদ্ভুতভাবে ব্যাপারটাকে নিজে থেকে মানিয়ে নেয় এবং নিজের এক্টিং এর বাড়তি ট্যালেন্ট দেখায়! এবং নিজেকে আরেকবার প্রমাণ করে দেয় জোকার ক্যারেক্টার টা হিসেবে...
⭐JOKER'S HOMEMADE VIDEOS :
মুভিটিতে দুই জায়গায় আমরা GCN Channel এ জোকারের দুইটি হোমমেইড ভিডিও দেখি যেখানে সে শহরের সবাইকে কিছু বলছে! আপনি কি জানেন যে এই হোমমেইড ভিডিও দুইটা নোলান না, বরং হিথ লেজার নিজেই ডিরেক্ট করেছেন? তিনি ক্যারেক্টারটার প্রতি এতটাই প্যাশনেট হয়ে গিয়েছিলেন যে তিনি নোলানকে বলেছিলেন যে, এটা তার উপর ছেড়ে দিতে! নোলান আবারও আস্থা রেখেছিলেন...
⭐WHY HEATH LEDGER WAS CAST AS THE JOKER:
২০০৭ সালে যখন The Dark Knight এর শ্যুটিং শুরু হয়, তার আগ পর্যন্ত হিথ লেজারের তেমন খুব একটা সাফল্য ছিলোনা বলতে গেলে! A Knight’s Tale(2001), Brokeback Mountain(2005) তখন পর্যন্ত তার সফল মুভি ছিলো.. কিন্তু তারপরেও The Dark Knight এর বাকি লিড এক্টর যেমন: ক্রিশ্চিয়ান বেল, গ্যারি ওল্ডম্যান, মাইকেল কেইন এদের মতো এতটা জনপ্রিয় এক্টরের সাথে হিথ কে কেনো নেওয়া হলো জোকার ক্যারেক্টার হিসেবে?
Well...আসলে ব্যক্তিগতভাবে নোলান হিথ লেজারকে আরো কিছু কাস্টের অফার দিয়েছিলেন বিভিন্ন সময়ে। এমনকি তিনি Batman Begins বানানোর আগে Batman এর রোলটিও তাকে অফার করেছিলেন! কিন্তু তিনি রোলটি নেননি! এটাই প্রথম নয়, হিথ লেজারকে এর আগেও অন্য ডিরেক্টর স্পাইডারম্যানের রোল প্রথমে তাকে অফার করেছিলেন! কিন্তু তিনি তা নেননি! হয়তো সুপারহিরো হবার কোনো ইন্টারেস্ট তার ছিলোনা! তাই বারবারই তিনি এইসব হিস্টোরিকাল সুপারহিরো রোলকে প্রত্যাখান করেছেন! কিন্তু পরে যখন তিনি নোলানের The Dark Knight বানানোর পরিকল্পনা শুনেন, তখন তিনি নিজে থেকেই নোলানকে বলেন জোকার ক্যারেক্টারটা তাকে দিতে! সে এমন একটি ক্যারেক্টারই চায়! নোলান হিথকেই রোলটা দেয়! মাইকেল কেইন হিথ কে জোকারের রোলটা দেওয়া পছন্দ করেননি শুরুর দিকে! তিনি বলেছিলেন, ১৯৮৯ সালে জোকারের ক্যারেক্টারটাতে বাজিমাত করেছিলেন জ্যাক নিকোলসন। তাকে ছাপিয়ে যাওয়াটা সহজ হবেনা। তাকে রোলটা দিলেই বরং ভালো হবে!
নোলান মত পাল্টাননি! তিনি সবার বিরুদ্ধে গিয়ে হিথ লেজারের উপর আস্থা রেখেছিলেন! বাকিটা আমরা সবাই জানি... ইতিহাস গড়লেন হিথ!!
⭐THE BATPOD:
ব্যাটম্যানের ব্যাটপডকে এই ট্রিলজিতে ইন্ট্রোডিউস করা হয়! এই ব্যাটপড কিন্তু আসলেই একটি চলন্ত মোটরসাইকেল! কিন্তু এটা চালানোর স্টান্টগুলা সব করেছিলো ক্রিশ্চিয়ান বেলের স্টান্টম্যান Jean-Pierre Goy...তার মতে, তিনি এই জিনিসের স্টান্ট করতে করতে আসল মোটরসাইকেল চালানোই প্রায় ভুলে গেছিলেন! পরে তাকে তা আবার রপ্ত করতে হয়! বেল এই স্টান্টগুলার কিছু শ্যুটিং নিজেওবকরতে চেয়েছিলো, কিন্তু নোলানসহ বাকি টিম তাকে সে সুযোগ দেয়নি তার সেফটির কথা চিন্তা করে...
⭐MICHAEL CAINE'S MISTAKES:
জোকার যখন ব্রুস ওয়েইনের পেন্টহাউজে যায়, তখন তার এক্টিং এতটাই ভয়ানক ছিলো যে মাইকেল কেইন নিজের ডায়লগ ভুলে যান!
⭐THE TRUCK FLIPPING SEQUENCE WAS DONE FOR REAL:
মুভির মাঝখানে গোথামের (শিকাগো) রাস্তায় আমরা দেখি যে, ব্যাটম্যান জোকারের ট্রাকটা উল্টে ফেলে দেয়! এই পুরা শ্যুটটা রিয়াল ছিলো! নোলান এই পুরা ব্যাপারটা কোনোরকম কম্পিউটার বা কোনোকিছুর সাহায্য ছাড়া রিয়াল শ্যুট করেছিলো এবং ১৮ চাকার একটা বিশাল ট্রাক উল্টে ফেলে দেয়!
তাকে জিজ্ঞেস করা হলে সে এ ব্যাপারে বলে যে, "Nobody had ever done it before and it was really a pretty amazing thing to watch."
⭐THE JOKER'S PERSONALITY WAS INSPIRED BY DR. MABUSE:
যখন ক্রিস্টোফার নোলান তার ভাই জোনাথন নোলানকে ডার্ক নাইটের স্ক্রিনপ্লে লিখতে বলেন, তখন তিনি শুরু করার আগে তাকে বলেন ১৯৩৩ সালের The Testament of Dr. Mabuse নামের জার্মান মুভিটি দেখতে! এই মুভিতে Dr. Mabuse একজন পাগল ক্রিমিনাল ছিলো যে শহরে আতংকের কারণ হয়ে উঠে! এই ক্যারেক্টার থেকেই জোকারের আতংকময়,সাইকো টাইপ ক্যারেক্টারটা মাথায় আসে নোলানের!
⭐THE MOVIE’S GROUNDBREAKING VIRAL MARKETING:
২০০৮ সালেই আসলে ইন্টারনেটে মুভির প্রচার চালানো শুরু হয় বলা যায়, আর এর পিছনে মুখ্য ভূমিকা রেখেছিলো ডার্ক নাইট! ডার্ক নাইট রিলিজের কয়েক মাস আগেই জোকারের সেই ফ্যামাস ছবি যেখানে লেখা WHY SO SERIOUS সেটা ইন্টারনেটে ভাইরাল হয়ে যায়! Batman Begins এরও কড়া সাফল্য এবং জোকারের আগমনে এবং তার মেকআপ সব মিলিয়ে দর্শকের এক অন্যরকম আশা তৈরি হয় দা ডার্ক নাইটের প্রতি! পরবর্তীতে মানুশের আশা ভালোভাবেই রক্ষা করে ডার্ক নাইট!
⭐SENATOR'S ACTING:
মুভির একটা সিনে আমরা দেখি যে, ব্রুস ওয়েইনের পেন্টহাউজে এক পার্টিতে জোকার আসে! এবং র্যাচেলকে বিল্ডিং থেকে ফেলে দেয়! অই সিনে একজন লোক বলে যে, "We are not intimated by thugs"...
ঐ লোকটি আসলে ছিলেন আমেরিকার State of Vermant এর একজন সেনেটর!নাম Patric Leahy তিনি ৩০ বছর ধরে আমেরিকার সেনেটর ছিলেন তৎকালীন সময়ে! তিনি ছোটবেলা থেকেই ব্যাটম্যান এবং জোকারের ফ্যান ছিলেন! সে কারনেই তিনি নোলানকে তার ইন্টারেস্টের কথা বলায় নোলান তাকে একটি ছোট্ট শ্যুটে পার্ট দেয় তার এই মুভিতে!
⭐JACK NICKOLSON'S DISAPPOINTMENT:
১৯৮৯ সালে ব্যাটম্যানের মুভিতে জ্যাক নিকোলসন জোকারের চরিত্রে অনবদ্য অভিনয় করেন! তিনি যখন শুনলেন যে, The Dark Knight এর মাধ্যমে নোলান আবার জোকারকে ফিরিয়ে আনছে, স্বভাবতই তিনি আশা করেছিলেন যে তাকে রোলটা দেওয়া হবে এবং তাকে ডাকা হবে! নোলানকে মাইকেল কেইনও শুরুতে নিকোলসনের কথাই বলেছিলেন! কিন্তু নোলান কারো কথা শুনেনি! সে হিথকেই জোকারের রোলটা দিয়েছিল! বাকিটা আমরা সবাইই জানি! হিথ লেজার কি তৈরী করলো! কিন্তু এতকিছুর পরও জ্যাক নিকোলসন এই ব্যাপারটা নিয়ে তারপরেও বিরক্ত। তিনি তাকে ক্যারেক্টারটি অফার না করার ব্যাপারটি মেনেই নিতে পারেননি....
⭐TRIBUTE TO DAUGHTER:
হিথ লেজার তার মেয়ের জন্য এই মুভিতে একটি ট্রিবিউট রেখে গেছেন! কীভাবে?
তার মেয়ের নাম Matilda....মুভিটিতে যখন আমরা হাসপাতালে নার্সের ড্রেস পড়া জোকারকে দেখতে পাই, তখন যদি ভালোভাবে লক্ষ্য করেন, তাহলে দেখবেন যে, নার্সের ড্রেসের Nameplate MATILDA লেখা থাকে! যা হিথ নিজেই চেয়েছিলো... তার মেয়ের নামানুসারে!
⭐JONATHON NOLAN WROTE THE SCRIPTS OF TDK:
আমরা জানি যে, David S. Goyer কমিকবুক মুভি ইন্ডাস্ট্রি তে একজন well-known writer যে কিনা Batman Begins এরও স্ক্রিপ্ট লিখেছিলো... তাই অনেকেই ভুল করে ভাবে যে,তিনি ডার্ক নাইটেরও স্ক্রিপ্ট লিখেছেন! কিন্তু তথ্যটি ভুল! ডার্ক নাইটের স্ক্রিপ্ট David S. Goyer লেখেননি, বরং ক্রিস্টোফার নোলানের ভাই জোনাথন নোলান লিখেছেন, যিনি নোলানের অনেক মুভিরই স্ক্রিপ্ট লিখেছেন...
⭐LEARNING TOOLS:
আমেরিকার তৎকালীন প্রেসিডেন্ট বারাক ওবামা বলেছিলেন যে, এই মুভিটি দেখে তিনি ISIS এর রোল এবং কাজকর্মেরও কিছু ধারনা পেয়েছিলেন যা তাকে পরবর্তীতে সাহায্য করেছিলো! মুভিটির শুরুর কিছু পরে একটি সিন আছে,যেখানে শহরের সব ক্রিমিনাল আন্ডারগ্রাউন্ডে একটি মিটিং এ বসে(পরে সেখানে জোকার হাজির হয়ে তার বিখ্যাত Pencil Disappearing scene টি করেন)! এই সিনটিই মূলত ওবামাকে প্রভাবিত করেছিলো যা পরে তিনি নিজে বলেছেন..
⭐HEATH LEDGER'S AWARDS:
হিথ লেজার এই মুভিতে তার এক্টিং এর জন্য টোটাল ৩৪ টা এওয়ার্ডে বেস্ট এক্টর/ বেস্ট সাপোর্টিং এক্টরের নোমিনেশন পান, যার মধ্যে ২ টি বাদে বাকি ৩২ টিই তিনি জিতেন! এর মধ্যে Oscar, Golden Globe, BAFTA, SAG এবং Critic's Choice Awards ও ছিলো..
⭐FAKING THE MOVIE NAME:
গোথাম শহরের বেশিরভাগ শ্যুটিং ই হয়েছিলো শিকাগোতে! শিকাগোতে যখন তারা শ্যুটিং শুরু করে, মানুষের ভিড় কমানোর জন্য নোলান বলে যে,তারা "Rory's First Kiss" নামে একটি মুভির শ্যুটিং করছে, যাতে হাইপ কমে এবং শ্যুটিংও ভালোভাবে করা যায়!
কিন্তু কতক্ষনই বা ব্যাটম্যান আর জোকারকে মানুষের দৃষ্টি থেকে আটকিয়ে রাখা পসিবল! কয়েক মিনিটের মাথাতেই মানুষ বুঝে গেলো তারা নাম আড়াল করছে এবং আবারও ভিড় জমে গেলো..
⭐JOKER'S SMILE:
আমরা জোকারের মুখে যেই Scar বা ঘায়ের চিহ্ন দেখি, এইটার একটা নির্দিষ্ট নাম আছে তা কি জানেন?
এটাকে বলা হয়, Glasgow Smile....
⭐HEATH LEDGER'S PREPARATION:
হিথ লেজার শ্যুটিং শুরু হওয়ার আগে নিজেকে ৬ সপ্তাহ একটি হোটেল রুমের মধ্যে বন্দী করে রেখেছিলো শুধুমাত্র জোকার চরিত্র নিজের মধ্যে ফুটিয়ে তুলতে....
⭐CHRISTIAN BALE ACTUALLY HURT HEATH LEDGER DURING FILMING:
পুলিশ ডিপার্টমেন্ট এর ইন্টেরোগেশন রুমে ব্যাটম্যান আর জোকারের কনভারশেসন মনে আছে? যখন ব্যাটম্যান জোকারকে বারবার আঘাত করছিলো?
অই scene টাতে বেল কিন্তু সত্যি সত্যিই হিথ লেজারকে আঘাত করে! আসলে তাকে হিথ লেজারই বলেছিলো, "আঘাত চালিয়ে যাও! মারো! আমি ক্যারেক্টারটাকে ফিল করতে পারছি!"
এটা প্রমান করে যে, হিথ লেজার কতটা ডেডিকেটেড এবং প্যাশনেট ছিলো জোকার ক্যারেক্টার টার প্রতি!
⭐FIRST COMIC BOOK FILM TO HIT BILLIONS:
ডার্ক নাইট প্রথম কোনো কমিকবুক ক্যারেক্টার নিয়ে বানানো মুভি যেটা এক বিলিয়ন ডলার ক্রস করেছে বক্সঅফিসে! শুধু তাইই না, এটা এখন পর্যন্ত আয় করা সবথেকে হিট ব্যাটম্যান ফিল্ম!
⭐NOLAN'S CHANGE OF MIND:
ক্রিস্টোফার নোলান তার ক্যারিয়ারে সবসময় প্লটের মুভি বানান অর্থাৎ সিকুয়েল মুভি থেকে দূরে থাকেন! কিন্তু তিনি প্রতিটি মুভির মধ্যেই অনেক প্লট এন্টার করেন,যা better than enough এক কথায়! তিনি যখন Batman Begins বানান, তখনও তিনি জানতেন না বা ভাবেননি যে তিনি এটার সিকুয়েল বানাবেন! কিন্তু পরবর্তীতে দর্শক এবং ভক্তদের সাড়ায় এবং জোকার ক্যারেক্টারটার প্রতি তার নিজের ইচ্ছার জন্য আবার ফিরে আসেন এবং সিকুয়েল হিসেবে দা ডার্ক নাইট বানান।
বাকিটা ইতিহাস!!
⭐JOKER NEEDS NO INTRODUCTION:
সাধারণত আমরা কোনো সুপারহিরো মুভিতে কোনো হিরো বা ভিলেনের শুরু অর্থাৎ কীভাবে সে এরকম হয় সেটা দিয়ে শুরু করতে দেখি!
কিন্তু এই মুভিটিতে জোকারের কোনো Origin Story ছিলোনা,বা নোলান কখনো এমন চানও নি!
নোলান এ সম্পর্কে বলেছিলেন,"We never wanted to do an origin story for the Joker in this film"...
⭐THE JOKER’S THEME SONG IS REALLY JUST TWO NOTES:
Hans Zimmer হলিউড এবং পুরা বিশ্বের একজন বিখ্যাত মিউজিক ডিরেক্টর! যিনি The Lion King, Pirates of the Caribbean series এর মত মুভিতে মিউজিকের দায়িত্বে ছিলেন! তিনি নোলানের কিছু মুভিতেও মিউজিক ডিরেক্টর ছিলেন! তিনি জোকারের বিখ্যাত থিম সং টা বানিয়েছিলেন, যা মাত্র দুইটা নোটের উপর বেজড করে বানানো!
⭐BLOWING UP A BULIDING:
নোলান এই মুভিতে বোম দিয়ে হাসপাতাল উড়িয়ে দেওয়ার সিনটি পুরাপুরি বাস্তবে করেছিলেন! এবং এই সিনে কোনোপ্রকার এডিটিং করা হয়নি বা কম্পিউটার ইফেক্ট যোগ করা হয়নি! এখানে একটি পুরানো অব্যবহৃত ফ্যাক্টরিকে নোলান হাসপাতাল হিসেবে ইউজ করেন! এবং এই শ্যুটটা করার আগে বিশেষজ্ঞ দ্বারা ঐ বিল্ডিং এর এমন এমন জায়গায় প্রিপ্ল্যান্ড ভাবে বোম ফিট করেন যাতে বার্স্ট হবার পর ঠিক যেমনটা আমরা দেখেছি মুভিতে,ঠিক অমনই যাতে হয়! এবং তারা সেটা পেরেছিলোও!! এই শ্যুটিং এর টাইমে ২০-২৫ টার বেশি ক্যামেরা হাসপাতালের বিভিন্ন এংগেল থেকে দাড়া করানো হয়, এবং ৫ টা হেলিকপ্টার উপর থেকে শ্যুট করে! এই শ্যুটিং টা করার আগে বিভিন্ন নিউজ চ্যানেল থেকেও মানুষ এসে ভিড় লেগে যায়! এবং আমরা মুভিতে ঠিক যেটা দেখেছি, সেভাবেই আসলে বিল্ডিং টা বার্স্ট হয়েছিলো।
The Dark Knight (2008)
The Dark Knight Rises (2012)
0 Comments