**Guardian: The Lonely and Great God (aka Goblin)
**IMDB: 8.6/10
** PR: 9/10
লাইফে প্রচুর মুভি, সিরিজ দেখা হইসে। কোনো জনরা, বা জনপ্রিয় ইন্ডাস্ট্রি বাদ নাই যার অন্তত একটা মুভি দেখা হয় নাই। সেই হিসেবে অনেক কোরিয়ান মুভি ও দেখা হইসে এ পর্যন্ত। শুধু বাদ ছিল, কোরিয়ান ড্রামা। এটাই আমার দেখা ফার্স্ট কোরিয়ান ড্রামা। যারা অলরেডি কোরিয়ান মুভি দেখসেন বা আইডিয়া আছে, তারা নিশ্চই জানেন কোরিয়ান দের লেভেল টা কোথায়। এমন কোনো জনরা নাই যেখানে তারা হাত দিয়ে ভালো কিছু দেয় নাই। সাথে তাদের প্রত্যেকটা এক্টর, এক্ট্রেস দের অসাধারন, ন্যাচারাল অভিনয়!! কোনো একটা দিক দিয়েও তারা পিছিয়ে নাই, উলটা বিশ্বের সেরা ইন্ডাস্ট্রির তালিকা করতে গেলে আমি অনেক দিক দিয়েই হলিউডের থেকে কোরিয়ান ইন্ডাস্ট্রিকে এগিয়ে রাখবো।
এই ড্রামা টাও তাদের এই কোয়ালিটি গুলার বাইরে না। কি নেই এর মধ্যে, সবচেয়ে কঠিন বিষয় এই ড্রামা টাকে কোনো একটা জনরার মধ্যে ফেলা। হিস্টোরি, ড্রামা, রোম্যান্স, ফ্যামিলি, কমেডি, ফ্যান্টাসি, সাই-ফাই সব কিছুই আছে এর মধ্যে। শুরুর দিকে কিছুটা স্লো মনে হইসে, ১ম ২টা এপিসোডের পর থেকে এরপরের ৪/৫ টা এপিসোড মারাত্নক স্লো লাগসে আমার কাছে(যার কারনে পার্সোনাল ৯ দিসি)। বাট এরপর থেকে শেষ পর্যন্ত যা দেখসি তা ভাষায় প্রকাশ করা যাবে না। বিজিএম থেকে শুরু করে প্রত্যেক্টা ক্যারেক্টারের অসাধারন অভিনয়ই(সত্যি কথা বলতে এই ড্রামার মত ন্যাচারাল অভিনয় অন্য যেকোনো কোরিয়ান মুভিতেও কম দেখসি) আপনাকে স্ক্রীনে আটকে রাখবে একদম শেষ পর্যন্ত। ইমোশনের কোনো কমতি নাই এর মধ্যে। নো ক্রাই চ্যালেঞ্জ নিয়েও দেখতে বসতে পারেন😅 একটা ৯ বছরের বাচ্চার রোল প্লে করা বাচ্চার মধ্যেও কি পরিমাণ ট্যালেন্ট থাকতে পারে সেটা না দেখলে বোঝা যাবে না।
***This part May Contain Spoiler***
প্লটঃ কোরিয়ার ইতিহাসের কোনো একটা সময়ে এক রাজ্যের জেনারেলের সাথে বিট্রে করে তার হার্টে তলোয়ার ঢুকিয়ে দিয়ে তাকে হত্যা করে সেই সময়ের রাজা। এরপর সেই জেনারেল কিম-সিন ই হয়ে যায় গব্লিন। যার মৃত্যু হবে না যদি না তার দেহ থেকে সেই তলোয়ার বের করা না হয়। আর সেটা করতে পারবে শুধু তার ব্রাইড(স্ত্রী)। এর প্রায় ৯০০ বছরের ও বেশি সময় পর সে তার ব্রাইডের দেখা পায়। এরপর তাদের পরিণতি কি হয়েছিল সেটা জানার জন্য যারা এখনও দেখেন নাই, দেখে ফেলেন।
শেষ পর্যন্ত দেখলে কেউই হতাশ হবেন না। প্রতিটা ক্যারেক্টারের প্রেমে পরে যাবেন হলফ করে বলে দিতে পারি। সাথে কিছু অসাধারন, ইনফ্যাচুয়েটিং ব্যাকগ্রাউন্ড মিউজিক তো আছেই। সব মিলিয়ে খুবই শান্ত, শিষ্ট এবং ইমোশনাল একটা ড্রামা সিরিজ। মুভি সিরিজ লাভার দের জন্য অবশ্যি রিকমেন্ডেড।
0 Comments