*********** TIGER 3 HONEST REVIEW ***********
******************* NO SPOILER *****************
Movie Name : TIGER 3
Run Time : 2hour 32min
Cast : Salman Khan, Emraan Hashmi, Katrina Kaif
Language: Hindi, Tamil, Telegu
#Plot:
মনে করুন আপনি একজন দেশপ্রেমিক, আপনি ক্ষিপ্র, সাহসী, দূর্বার একজন গোয়েন্দা সেই সাথে আপনি অনেক ইমোশনাল আপনার ফ্যামিলির প্রতি। কিন্তু হঠাৎ করে এক ঝানু মাল উরে এসে জুরে বসল আপনার লাইফে আপনার ইমোশন নিয়ে খেলা শুরু করল আপনার দেশ প্রেমে দাগ লাগিয়ে দিল তখন আপনি কি করবেন? আপনার প্রতিশধের হুংকার টা তখন কেমন হবে। আর সেই ঝানু মালটারই বা কি দরকার পরল এমন একজন মানুষের সাথে লাগতে আসার? টাইগার ৩ এর গল্পটা প্রতিশধের গল্প তবে গল্পে রয়েছে ইমোশন, টুইস্ট এন্ড টার্নস আর ভরপুর একশন।
তাই এইসব প্রশ্নের উত্তর পেতে দেখে নিতে হবে স্পাই ইউনিভার্সের ওয়ান অফ দ্য বিগেস্ট এন্টারটেইনার মুভি TIGER 3.
#Positive_Points:
১) সালমান খানের মাস এন্ট্রি এবং স্টাইলিশ সোয়াগ।
২) ইমরান হাশমির ভিলেনিয়াস ডায়লগ।
৩) সালমান এবং ক্যাটরিনার দুর্দান্ত একশন সিকোয়েন্স।
৪) ফেইস অফ ফাইট জাস্ট বুম💥
৫) ক্লাইম্যাক্স পুরাই আগুন।
৫) ওয়ার্ল্ডক্লাস ভি এফ এক্স।
৬) লোকেশন, গান এবং বিজিএম টপ নচ।
#Negative_Points:
১) ফার্স্ট হাফ অনেক স্লো
২) মনীষ শর্মা সালমানকে ১০০% ইউটিলাইজ করতে পারেননি।
৩) স্টোরি ন্যারেশন দূর্বল।
৪) ক্যাট সালমান জামাই বউয়ের দূর্বল কেমিস্ট্রি অবশ্য বিয়ের বয়স যত বেশি হয় রোমান্স তত কমতে থাকে।
৫) ক্যাটরিনার আনরিয়েলিস্টিক এক্টিং।
ওভারঅল একশন লাভারস দের জন্য মাস্ট ওয়াচ মুভি। মনীষ শর্মার বদলে সিদ্ধার্থ আনান্দ ডিরেকশনে থাকলে আরও ভালো আউটপুট পাওয়া যেত।
#হাইলাইট_পয়েন্টঃ মুভিতে দুইটা স্পেশাল ক্যামিও আছে স্পেশালি এন্ড ক্রেডিটে একটা সারপ্রাইজ আছে যা কেউ মিস করবেন না। পুরো মুভি দেখে যতটা এন্টারটেইন হবেন এই ২মিনিটের ক্যামিওতে ঠিক সেই পরিমান এন্টারটেইন হবেন।
PR: 8/10
0 Comments