গুপ্তধন আবিষ্কার বা ট্রেজার হান্টিং যাদের নেশা, তারা এটা দেখতে পারেন।
🎬UNCHARTED
®⭐⭐⭐
📢স্পয়লার মুক্ত📢
অ্যাকশন-অ্যাডভেঞ্চার জনরার সিনেমা দেখতে কার না- ভালো লাগে? এক কথায় সবারই ভালো লাগে। তবে সমস্যা হচ্ছে অডিয়েন্সের চাহিদা পূরণ করতে সক্ষম, এমন অ্যাকশন-অ্যাডভেঞ্চার জনরার সিনেমা বর্তমান সময়ে এক রক তথা ডোয়াইন জনসন ব্যাতিত। অন্য কোন অভিনেতার থেকে তেমন একটা আশা করা যায়না। তবে আশার কথা হচ্ছে চলমান ২০২২ সালের ফেব্রুয়ারি মাসে মুক্তি লাভ করে টম হল্যান্ড এবং মার্ক ওয়ালবার্গ অভিনীত, অ্যাকশন-অ্যাডভেঞ্চার জনরার সিনেমা UNCHARTED। যেটি দেখে অডিয়েন্স মহল মোটামুটি স্যাটিসফাই হয়েছে বলে আমার মনে হচ্ছে। কারন করোনা প্যান্ডামিকের মধ্যেও সিনেমাটি বক্স অফিসে সফলতা অর্জন করেছে।
◾কাহিনিঃ কথিত আছে প্রায় পাঁচশত বছর পূর্বে ম্যাগেলান নামক এক অভিযাত্রী স্পেন থেকে সমুদ্র পথে বেরিয়েছিল আবিষ্কারের নেশায়। যে ইউরোপ থেকে এশিয়া হয়ে সর্বশেষে এসে পৌঁছেছিল ফিলিপাইনে। এবং তার সাথে ছিল প্রায় ৫০০ কোটি ডলার সমমূল্যের স্বর্ণের এক বিশাল সংগ্রহ! কিন্তু ফিলিপাইনে পৌঁছানোর পর রীতিমতো গায়েব হয়ে যান অভিযাত্রী ম্যাগেলান! অন্যদিকে গুপ্তধনের রূপ লাভ করে তার সাথে থাকা স্বর্ণালংকারগুলি। এখন প্রশ্ন ৫০০ কোটি ডলার মূল্যের স্বর্ণালংকার নিয়ে কোথায় গায়েব হলো অভিযাত্রী ম্যাগেলান? কিংবা শেষ পর্যন্ত কোন পরিণতি হয়েছিল তার সেইসব স্বর্ণালংকারের? যেগুলো বর্তমানে রূপ লাভ করেছে গুপ্তধনের! তা জানতে হলে আপনাদের দেখতে হবে টম হল্যান্ড এবং মার্ক ওয়ালবার্গ অভিনীত UNCHARTED-সিনেমাটি।
ভালো খারাপের ব্যাবধান👇
পজেটিভ দিক~#দ্রুত_গতির_স্ক্রীন_প্লে👌
UNCHARTED-সিনেমা যে দিকটি আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে, তাহলো এই সিনেমাটির স্ক্রীন-প্লে খুবই দ্রুত! সিনেমার গল্প তেমন আহামরি না-হলেও। আমার মতে এক ফাস্ট রানিং স্ক্রীন-প্লে'র জোরে অডিয়েন্সকে বোর হওয়ার সুযোগ থেকে বঞ্চিত করেছে।
নেগেটিভ দিক~#খাপছাড়া_নির্মাণশৈলি_ফিজিক্সলেস_দৃশ্যপট🤏
UNCHARTED-সিনেমা নিয়ে অডিয়েন্স মহলের অন্যতম একটি প্রধান অভিযোগ খাপছাড়া নির্মাণশৈলি! ফিজিক্সলেস দৃশ্যপট! এই অভিযোগটি আসলে সত্যি, তবে সমস্যা হচ্ছে সিনেমাটি মূলত নাম ভূমিকার একটি গেম থেকে এডাপ্ট করে নির্মাণ করা হয়েছে। এখন ধরুন একটি গেম দীর্ঘ সময় রান করে বিদায় সেখানে সবকিছু সাজিয়ে গুছিয়ে উপস্থাপন করা যায়। কিন্তু প্রসঙ্গ যখন ১২০ মিনিটের একটি সিনেমা নির্মাণে, তখন আর অতসব লজিক, ফিজিক্স এবং সাইন্স ফলো করার তেমন একটা সুযোগ থাকেনা। তবে এটা অনস্বীকার্য নয় যে পরিচালকের উচিত ছিল সিনেমাটি নির্মাণে আর একটু দায়িত্বশীলতার পরিচয় দেওয়া। সে যাইহোক আমি তবু বলবো ভালো খারাপের মিশ্রণে সিনেমাটি তেমন একটা খারাপ কিংবা তেমন একটা ভালো হয়নি। ফাইনাল মন্তব্য সিনেমাটির অবস্থান ভালো এবং খারাপের মধ্যকানের ফাঁকা যায়গাটিতে।
🔰সর্বশেষঃ আজকাল তেমন একটা সিনেমা দেখা হয়না। কেন তাও জানিনা! তবে আজ টম হল্যান্ড এবং মার্ক ওয়ালবার্গ অভিনীত UNCHARTED-সিনেমাটি দেখে মোটামুটি ভালো লেগেছে। ওভার অল ওয়ান টাইম ওযাচেবল হিসেবে ভালো একটি সিনেমা বলা চলে।
____________________________________ কিছু তথ্য👇
🔰বাজেট
💵১২০-/-M
💰বক্সঅফিস
💵ডোমেস্টিক: $১৪৬+/-M
💵ওভারসীস : $২৪৬+/-M
📟টোটাল : $৩৯২+/-M


0 Comments