একটি সিনেমার জয়জয়কার বর্তমানে পুরো বলিউডের রিভিউয়ারদের মুখে মুখে।
সব রিভিউয়ারই পাঁচে পাঁচ রেটিং দিচ্ছে সিনেমাটিকে।
বুঝতে পারছেন সিনেমাটি কেমন তাহলে!
📺সিনেমাঃ 12th Fail
💽সিনেমাটির চলমান সময়ঃ ২ ঘন্টা ২৭ মিনিট
🗿শ্রেষ্ঠাংশেঃ বিক্রান্ত মাসি,পলক লালওয়ানি,মেধা শংকর সহ আরো অনেকে।
🎥পরিচালকঃ ভিধো ভিনোধ চোপড়া
⏳আই,এম, ডিবিঃ বর্তমান সময়ে ৯.৩
#স্পয়লার_নেই ⚠️
ভূয়সী প্রশংসায় ভাসছে এই সিনেমাটি।
সত্য ঘটনার উপর নির্মিত হয়েছে এই সিনেমাটি।
সিনেমাটি যারাই দেখেছে তারাই এই সিনেমাটিকে এক বাক্যে মাস্টারপিস সিনেমা বলেছেন।
বলিউডের সেরা একজন রিভিউয়ার
"ফিল্মি ইন্ডিয়ান"
তিনি সিনেমাটির ব্যাপক প্রশংসার পাশাপাশি,
রেটিং দিয়েছেন ৫/৫।
শেষ কবে তিনি কোনো সিনেমার জন্য এমন রেটিং দিয়েছেন তা আমার অজানা।
আরো অনেক রিভিউয়ার পাঁচে পাঁচ রেটিং ই দিয়েছেন এই সিনেমাটিকে।
সিনেমাটির নির্মাতা,
যে কিনা এর আগে "থ্রী ইডিয়টস", "পিকে", "সান্জু" সিনেমার প্রোডিউসারের পাশাপাশি
রাজকুমার হিরাণীর সাথে মিলে সিনেমাগুলো নির্মান করেছিলেন।
সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে থাকা বিক্রান্ত মাসি র অভিনয় দেখে সবাই এক বাক্যে বলছেন যে,
এবারের ভারতের জাতীয় চলচিত্র পুরষ্কার যদি তাকে না দেওয়া হয় তাহলে অন্যায় হবে।
তাহলে বুঝেন কোন লেভেলের অভিনয় তিনি এই সিনেমায় করেছেন!
0 Comments