কেমন আছেন? সকলে আসা করি ভালই আছেন। আজকে আপনাদের মাঝে একটা হ্যাকিং মুভি নিয়ে রিভিউ দিব। সকলেই হ্যাকিং মুভি চয়েজ করেন আমি জানি আর তাই মুভি টা দেখা মাত্রই চিন্তা করলাম আপনাদের মাঝে মুভি টা শেয়ার করি। পুরা মুভিটা থ্রিলার এ ভরা তারপরেও আপনাদের মাঝে একটা শর্ট রিভিউ দিব আমি।


Movie Name : Kee

Director: Kalees

Stars: Jiiva,Nikki Galrani

IMDb Ratings: 5.7/10

Personal Rating 7/10

Genres: Thriller

মুভি নিয়ে কিছু কথা-


★kee মুভির আগে একটি মুভি দেখেছিলাম তার নাম হলো gulto সেটার হ্যাকিং গুলি সবচেয়ে বেশি ভাল লেগেছিল তবে এর হ্যাকিং গুলাও ভালই ছিল।

★মুভিটি Youtube রয়েছে তবে সেখানে দেখে হয়ত কিছুই বুজবেন না। আমাদের এই লিংক দিয়ে ডাওনলোড করে দেখুন মুভি টি সাথে bsub দিয়ে দেখলে ভালো বুজতে পারবেন মুভির গল্প টা।

★টেকনলেজি মুভি আমার সবসময় ভাল লাগে। আর তার মধ্য যদি থাকে হ্যাকিং তা হলে ত কথাই নাই। আমরা যে মোবাইল ব্যবহার করি তা থেকেই যে কত খারাপ কিছু ঘটতে পারে আমাদের জীবনে তাই দেখতে পারবেন এই মুভি টি থেকে।

★সিদ্ধু এর অভিনয় তা নিয়ে আর কি বলব। সেই ধরনের অভিনয় করেছে সিদ্ধু। আমার কাছে তার অভিনয় পারফেক্ট লেগেছে। আসা করি আপনাদের কাছে ও ভালো লাগবো। 

★মোবাইল ব্যবহারকারিরা এই মুভি থেকে অনেক।অনেক শিক্ষা পেয়ে যাবেন। তাই মুভিটা দেখার পরে সকলেই সতর্ক থাকবেন আশা করি।

★ কম্পিউটার বা Smart মোবাইলের সকলেই ভাল দিক দেখেছেন কিন্তু এর খারাপ দিক কখনো দেখেছেন কি। আর খারপ দিক গুলা কি কি তা এই মুভিতেই দেখতে পারবেন।

★জীবনে বেচেঁ থাকতে হলে বাবা ছেলের বন্ধত্ব টা সবার আগে প্রয়জন। সেটাই দেখতে পাবেন আপনারা।

★প্রতিটা জিনিষের যেমন ভালো দিক রয়েছে ঠিক তেমনি খারাপ দিক ও রয়েছে। তেমনি কম্পিউটার এর ও ভাল দিকের চেয়ে খারাপ দিক টা বেশি আছে। 

★ লাস্ট ফিনিশিং টা ছিল একটু ভিন্যরকম তা দেখলেই বুজতে পারবেন।

মুভির কিছু ডায়লগ-

*কম্পিউটার কখনো মানুষের মতো চিন্তা করে নাকি ন্তু মানুষ কম্পিউটারের মতো চিন্তা করে।*দেখ ঈশ্বর সৎ ও ভালো লোকদের, পরিক্ষা নিবেন, কিন্তু তাদের ধ্বংস করবেন না। কিন্তু ঈশ্বর খারাপ লোকদের কিছু সময় ছাড় দিবেন, কিন্তু শেষে ঠিকই ধ্বংস করে দিবেন।

*জানিস বুদ্ধিমান লোক কখন বোকার মতো কাজ করে। যখন সে ভাবতে থাকে সে সবচেয়ে বেশি বুদ্ধিমান।

*মানুষ বেচে থাকার জন্য কতো ফাঁক ফোকর খুঁজে বের করছে। তারা যদি চেঞ্জ না হয় আমারা কেন হবো?

*আমাদের গ্রামে একটা গল্প প্রচলিত আছে

একটা মানুষের জীবন একটা পাখির মধ্যে থাকে

আর সেই পাখিটা একটা পাহাড়ে লুকানো থাকে

আর তুই জানিস তোর বাবার জীবন কিসের মধ্যে আছে? তার উপরে আমাদের বিশ্বাস আর ভালোবাসায় লুকানো আছে।

*খারাপের সাথে যখন ভালো কিছু হয়

তখন ভালো মানুষের সাথে কিন্তু ভালো কিছু হয় না।

মুভি রিভিউ-

একটা প্রতিষ্টানের হ্যাকিং চ্যালেঞ্জে সিদ্ধু (Jiiva) হ্যাকিং এ বিজয় হয়। এরপরে সে একটা ভাইরাস তৈরি করে সেই ভাইরাস টা এমনই ছিল, যে কারও মোবাইলের তথ্য হাতিয়ে নিত। এভাবেই সিদ্ধু (Jiiva) সকলের তথ্য লুট করে নিয়ে তার মনের মতো প্রিয়জনকে খুঁজতে লাগল। একজনকে সে পেল তার সাথেই তার বন্ধুত্ব হয়ে গেল। এরপরেই মুভির মেইন গল্প শুরু হয়। সিদ্ধু (Jiiva) এর চেয়ে ও ভিলেন এর রোলে যে ছিল সে ছিল হ্যাকিং এ অনেক পারদর্শী। ভিলেন এর কাজই ছিল নিরিহ পাবলিক এর তথ্য হাতিয়ে নিয়ে ব্লাকমেইল করা। আর এরপর তাকে মেরে ফেলা। আর সেষমেষে সিদ্ধু সেই ভিলেন এর কবলে পড়ে তাকেও সেইম ভাবে ব্লাকমেইল করা হয়ে থাকে। এরপরেই হয় হ্যাকিং নিয়ে দুজনের মাঝে পাঙ্গা। মুল গল্প বলে থ্রিলার টা নষ্ট করতে চাই না তাই বাকি টা কি কি ঘটেছিল তা দেখতে ও জানতে আপনাদের মুভি টি অবশ্যই দেখতে হবে। 

আজকের জন্য বিদায়। আপনাদের সাথে আবার দেখা হবে আর ও  একটি অসাধারন মুভির Review নিয়ে।

মুভিটা দেখার জন্য শুভ কামনা রইল।



 Download 720p