📟 Animated Series : 𝗖𝗵𝗮𝗶𝗻𝘀𝗮𝘄 𝗠𝗮𝗻 (𝟮𝟬𝟮𝟮)
🚸 𝗚𝗲𝗻𝗿𝗲: Action, Adventure
🔰 𝗘𝗽𝗶𝘀𝗼𝗱𝗲𝘀 : 12
☣️ IMDb Rating: 8.4
☢️ 𝗖𝗼𝘂𝗻𝘁𝗿𝘆: Japan
💌 Personal Rating: 8.5
No Spoilers 🌞
আমি সাধারণত এনিমেটেড মুভি বা সিরিজ তেমন দেখি না তবে এই সিরিজটা নিয়ে অনেক পজিটিভ রিভিউ পাচ্ছিলাম যার ফলে সময় নিয়ে দেখে ফেললাম। আর দেখা শেষে বলবো বেশ ভালোই ছিলো সিরিজটা , অনেক ইনজোয়েবল ছিলো ।
সিরিজটার কাহিনী এমন ছিলো যে , এইটা এমন একটা পৃথিবী যেখানে মানুষদের সাথে ডেভিল ও বসবাস করে । আর ডেভিলদের কাজ ছিলো মানুষদের ক্ষতি করা । এই জন্য ঐ পৃথিবীতে ডেভিলদের থেকে মানুষদের বাঁচানোর জন্য ডেভিল হান্টার ছিলো । যারা ডেভিল দের হত্যা করতো । তেমনি এক ডেভিল হান্টার " Denji " এর কাহিনী নিয়ে সিরিজটি। যে অতিরিক্ত ঋণের দায়ে ঠিকমতো দু বেলা খেতেও পারতো না । কিন্তু খুব শিঘ্রই তার জীবনে পরিবর্তন চলে আসে । কি সেই পরিবর্তন তা সিরিজটা দেখলেই বুঝবেন।
যাদের এনিমেটেড সিরিজ পছন্দ তাদের জন্য এইটা হাইলি রিকোমেন্ড করলাম। কারন এইটা একটা জাপানিজ এনিমেটেড সিরিজ আর জাপানিজ এনিমেটেড মুভি বা সিরিজ কেমন হয় তা আর নতুন করে বলতে হবে না । আর এর হিন্দি ডাব অনেক সুন্দর ছিলো তাই যারা ইংলিশে অভ্যাস্থ না তাদের জন্য দেখতে আর বুঝতে অনেক সুবিধা হবে । পার্সোনালি এর কাহিনী আর গ্ৰাফিক্স দুইটাই অনেক সুন্দর ছিলো। তাই আপনি চাইলে দেখতে পারেন।
0 Comments