Movie: Killers of the flower moon!❤️‍🔥

Genre: Drama/Western.

Director: Martin Scorsese.

Cast: Leonardo DiCaprio, Robert De Niro, Lily Gladstone & More.

Release: 20th October, 2023.

Country: U.S.A.

Language: English (Hindi Dubbed Available).

Industry: Hollywood.

Duration: 3h 26min.

IMDB Rating: 8/10.

Personal Rating: 9/10🖤


One of the best crime thriller in this year!🔥


🧠🧠🧠#No_Spoiler 🧠🧠🧠

কিলার্স অব দ্যা ফ্লাওয়ার মুন'কে ডিক্যাপ্রিওর ক্যারিয়ার সেরা অভিনয়ের সিনেমা বলা হয়েছে, কারো অভিনয় দক্ষতা যাচাই করার মতো আমি কোনো ক্রিটিকস্ নই তবে এটুকু জোর দিয়ে বলতে পারি যে, সিনেমাটিতে নিজের অভিনয়ের যে কারিশমা ডিক্যাপ্রিও দেখালেন নিজেকে ছাপিয়ে নিজেই আবার নতুন করে সিনেপ্রেমীদের হৃদয়ে স্থান করে নিলেন কয়েক দশকের জন্য...


সত্য ঘটনা অবলম্বনে এই সিনেমাটির গল্প যারা জানেন তাদের চাইতে ঘটনাটি যারা জানেন না সিনেমাটিকে তারা বেশি উপভোগ করতে পারবেন এক কথায় বলতে গেলে বছরের অন্যতম সেরা এক মাষ্টারপিসের স্বাক্ষী হতে চলেছেন! প্রত্যেক ডিরেক্টরের প্রেজেন্টেশনের একটা আলাদা ধরণ থাকে যেটা দেখে প্রকৃত সিনেপ্রেমীরা ধারণা করতে পারেন যে সিনেমাটা এই পরিচালকের হতে পারে এক্ষেত্রে মার্টিন স্করসেজি বরাবরের মতো এবারও বেশ সফলই বলা যায়,পরিচালকের ব্যাপারে আপনার যদি জানা নাও থাকে তবুও সিনেমাটি কিছুক্ষণ দেখার পর মনে হবে এই সিনেমাটি হয়তো Shutter Island সিনেমার পরিচালকের হতে পারে কেননা মোটামুটি অথবা সাধারণ কোন গল্পকে এতটা অসাধারণভাবে প্রেজেন্টের মাধ্যমে দর্শকের মস্তিষ্কের শক্ত পরীক্ষা নেয়ার মত গুণ একমাত্র মার্টিন স্করসেজি এরই আছে।


যারা দেখেননি তারা দেখে নিতে পারেন অসাধারণ এই মুভিটি। যারা দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন।😌😌😌 ভুল-ত্রুটিগুলো ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখার অনুরোধ রইলো।





Download 720p (Gdrive)