Movie Name : Yashoda (2022) 

Cast: Samantha,Unni Mukundan,Varalaxmi Sarathkumar, Rao Ramesh 

IMDb Rating: 7.2 

Personal Rating : 8/10



হালকা স্পয়লার...


সামান্থাকে ভালো লাগে আল্লু আর্জুনের Son Of Satyamurthi মুভি থেকে এবং তার বেশ কয়েকটা মুভি ভালো লাগে। Yashoda এর রিভিউ দেখে আমিও দেখে নিলাম। মুভির থিমটা ভালোই ছিলো কিন্তু আমার মনে হয় এর গল্পটা আরও ভালো হতে পারতো। আহামরি কিছু লাগে নাই কিন্তু বলা যায় মোটামুটি ভালো ছিলো। এখানে ভিলেনরা বাচ্চা মা*রার কাজ করে তো এখানে ডার্ক টাইপের তেমন ফিল আসে নাই অবশ্য সিক্রেট রোমটা পছন্দ হইছে। মুভি দেখার সময় যদি পরে কি হবে এমন মনে একটা প্রশ্ন না থাকে তাহলে ওই থ্রিলার মুভিতে মজা পাই না এই মুভিতে আমার তেমন একটা ফিলিংস পাই নাই। তবে সময় কাটানোর জন্য ভালোই ছিলো। 


সামান্থাকে আগে আমি ফাইটিং সিন করতে দেখিনি। খুবই ভালো ফাইট করলো। পার্সোনালি আমার অনেক ভালো লাগছে। আশা করি সামনে সামান্থা ভালো একশন মুভি করতে পারবে।





Download 720p (Gdrive)