18+ Alert 🔞
100% Unbiased and Authentic review
Movie Name: Animal
Personal Rating: 6.5/10
প্রথম কথাই বলতে হবে এই মুভির ব্যাপারে যে এটাকে আপাত দৃষ্টিতে কেবল আর দশটা অ্যাকশন মুভির মতো মনে করলে বিশাল ভুল করবেন। এই মুভিটি অ্যাকশনের চেয়ে বেশি সাইকোলজিক্যাল। বলবীর সিংয়ের (অনীল কাপুর) ছেলে রণবিজয় সিং একজন সাইকোপ্যাথ থাকে যে তার বাবাকে অস্বাভাবিক বেশি ভালোবাসে। রণবিজয় সিং এক পূর্বপরিচিত সহপাঠী- গীতাঞ্জলিকে তার ইংগেজমেন্টের পর উল্টাপাল্টা বুঝিয়ে বিয়ে করে। তারপর তারা আমেরিকা চলে যায়। দুই বাচ্চা হয় তাদের। বলবীর সিংয়ের উপর হামলা হলে আট বছর পরে দেশে আসে। রণবিজয় তার বড় বোনের স্বামীকে হত্যা করে। কীভাবে আর কেনো করে সেটা বলে আমি স্পয়লার দিবো না। মুভির মাঝামাঝি সময়ে দেখা পাবেন সেই মেশিনগানের যেটা বানাতে ৪ মাস সময় লেগেছে এবং ট্রেইলারে দেখেছেন। মারমারি করে আহত হয়ে যায় রণবিজয়। তার হার্ট ট্রান্সপ্লান্ট করা লাগে। তার পর আসে যোয়া যে হার্ট ডোনারের বাগদত্তা ছিলো। এই মেয়ের সাথে রণবিজয় সেক্স করতে থাকে বউকে না জানিয়ে এরপর মুভির টুইস্টগুলো জানতে পারবেন যেটা এখানে বলে আমি মুভি দেখার মজা নষ্ট করবো না কোনোভাবেই। মুভির শেষ অংশে দেখানো হয় যে এটার কাহিনি এক্সটেন্ড হচ্ছে এবং ভবিষ্যতে এটার পরবর্তী পার্ট আসবে অ্যানিমেল পার্ক নামে। মুভির ভালো দিকগুলো হচ্ছে সাউকোপ্যাথকে পোর্ট্রেয় করা। রণবীর কাপুরের অভিনয় দুর্দান্ত হয়েছে। বিভিন্ন সময়ে বিভিন্ন লুকে দেখা গেছে তাকে। লিজেন্ড অনীল কাপুরের ব্যাপারে নতুন করে বলার কিছু নেই। দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্ধানা টিপিক্যালি যেসব চরিত্রে আগে অভিনয় করেছে তার চেয়ে গীতাঞ্জলি চরিত্রটি একদমই আলাদা হিসেবে পাবেন। সে কখনোই এতো বেশি কিসিং এবং সেক্স সিন করেনি আগে কোনো মুভিতে। তারপর বলতে হয় ববি দেওলের কথা। কথা বলতে না পারা ভিলেনের চরিত্রে তার অল্প সময়ের স্ক্রিন প্রেজেন্সও আপনাকে স্ক্রিনে আটকে থাকতে বাধ্য করবে। মুভির ভালো দিকগুলোর মধ্যে অভিনয়ের কথা বলে ফেলেছি। অ্যাকশন সিনগুলো দুর্দান্ত বেশিরভাগ ক্ষেত্রেই। আবার কয়েক জায়গায় হাস্যকর। সাথীদের কাছে রাইফেল থাকার পরেও কেউ অবশ্য কুড়াল নিয়ে মারামারি করবে না অনেক জনের সাথে সেগুলো চালাতে না বলে। একশনের মধ্যে সবচেয়ে মনে রাখার মতো হচ্ছে মেশিনগানের সিন। আমি নিশ্চিত করে বলতে পারি এই মেশিনগানের সিন বেশিরভাগ দর্শক আজীবন মনে রাখবে। মুভির সবচেয়ে স্ট্রং দিক হচ্ছে সাইকোলজি নিয়ে খেলা করা। রণবিজয়ের সাইকোলজির আনএক্সপেক্টেড দিক পরিবর্তন সবাইকে অবাক করে দেয় যেমনটা দেয় তার বিভিন্ন সময়ের লুক। এবার আসি খারাপ দিকগুলোয়। একটা ইতোমধ্যে বলে ফেলেছি যে হাস্যকরভাবে অনেক শত্রুর সাথে রাইফেল ব্যবহার করতে না দিয়ে কুড়াল দিয়ে মারামারি করা এর মধ্যে অন্যতম। টক্সিক মাস্কুলিনিটিকে এই মুভিতে সেলিব্রেট করা হয়েছে। রণবিজয়ের সহিংস অন্যায় আচরণকে হিরোইক দেখানোর চেষ্টা করা হয়েছে যেটা অবশ্যই মানুষের প্রতি খারাপ বার্তা দেয়। গীতাঞ্জলির প্রতি খারাপ ব্যবহার করা এবং যোয়ার সাথে পরোকীয়ায় জড়ানোও রণবিজয়ের চরিত্রের অন্যতম বৈশিষ্ট্য সিনেমায়। তার উপর টক্সিক মেল ডমিন্যান্স খাটাতে দেখা যায় রণবিজয়কে। সে এটায় বিশ্বাস করে যে সে যেকোনো মেয়ের সাথে সেক্স করতে পারবে কিন্তু তার বউ অন্য পুরুষের সাথে সেক্স করতে পারবে না। পুরো সিনেমা জুড়ে প্রচুর ন্যুড এবং সেক্স সিন রয়েছে। সুতরাং নিশ্চিত থাকতে পারেন এটা কোনোভাবেই আপনার পরিবার অথবা আত্মীয়স্বজন নিয়ে দেখতে পারবেন না। এটা সেক্স সিন এবং প্রচন্ড ভায়োলেন্সের কারণে ভারতে এডাল্ট ফিল্ম হিসেবে লঞ্চ হয়েছে। যেমন দেখলাম অবস্থা, বাংলাদেশে এই টাইপের সিনেমা এলাও করবে না। অ্যানিমেল নামকরণের সার্থকতা হচ্ছে মানুষ যে কীরকম হিংস্র অ্যানিমেল হয়ে পারে তাই দেখানো হয়েছে মুভিটিতে।
TeraBox Link: Download
0 Comments