Series Name : Sweet Home(2020)
Genres : Action,thriller,love,drama & horror
Season : One
Episode : 1-10
Presented By : Netflix
Language : English /Korean/Hindi
Personal Rating : 10/6.9
"হালকা স্পয়লার যুক্ত"
সিরিজটির এন্ডিং দেখা ব্যতীত স্পয়লার কী বুঝবেন না আমার মতে!
যারা জমবি মুভি লাইক করেন তারা এই সিরিজটি দেখতে পারেন!একটু আপডেট লেভেলের জমবি দেখবেন এখানে!নানান জাতের জমবির সমাবেশ রয়েছে সিরিজটিতে! সিরিজটিতে যতজন সার্ভাইবার দেখবেন। প্রত্যেকের অতীত জীবনগুলো বেশ সুন্দর ও ইমোশনকেন্দ্রিক! আমার সবচেয়ে যে জিনিসটা সুন্দর লেগেছে সেটি হলো লাব রিলেটেড কাপেল চুসের ক্যারেক্টারগুলোর! ডাইরেক্টর খুব ভালোভাবে এদিক দিয়ে সেটআপ করেছে। সবার মূলত হরর সিনগুলোর চেয়েও এ সিনগুলো মন বসায় নিবে! যদিও একটাও লাব রিলেটেড কাপেল সফলতা পাই না। একেকজন একেক সীচুয়েশন মারা যায়।যেটি দেখে হয়ত অনেকের মনে মোচড় দিয়ে উঠবে। এমনটা কেন যে হলো?এরকম চিন্তা করবেন!
সিরিজের যে ক্যারেক্টার গুলো চুস করা হয়েছে। তারা অনেকে নামকরা করা চাইনিজ ও কোরিয়ান মুভির এক্টর! " No mercy " মুভির এক্টরও এই সিরিজে রয়েছে! আর কিছু লিখতেসি না, বাকিটা দেখলেই বুঝবেন!তাছাড়া আমি তেমনটা ভালো লিখালিখিতে এক্সপার্ট না। তাই কমের মধ্যে রিভিউ দেওয়ার চেষ্টা করি!
" হ্যাপি ওয়াচিং ফ্রেন্ডস " 🌼
Season 01-
Season 02 -
0 Comments